Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Tourist Spot

Search

# Title Location Transportation Contact
1 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

 

রাজধানীর প্রাণকেন্দ্র থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র ৩২ কিলোমিটার। রাজধানী ঢাকার কল্যাণপুর, গুলিস্তান, ফার্মগেইট এবং গাবতলী বাস টার্মিনাল থেকে নবীনগর অথবা মানিকগঞ্জগামী যেকোন বাসে চড়ে সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আসতে পারবেন। আর পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে রিকশাকে মাধ্যম হিসাবে বেছে নিতে পারেন।

 

2 দর্শনীয় স্থান বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় প্রতিক জাতীয় স্মৃতিসৌধ সাভার উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর নামক স্থাণে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় প্রতিক জাতীয় স্মৃতিসৌধ সাভার উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর নামক স্থাণে অবস্থিত। 0
3 নন্দন পার্ক

সাভার, আশুলিয়া, বাড়ইপাড়া। 

ঢাকার মতিঝিল থেকে আবাবিল পরিবহন গুলিস্তান, মগ বাজার, মহাখালি, বনানি, উত্তরা, আশুলিয়া ইপিজেড হয়ে যাতায়াত করে। এই বাসে চড়ে সহজে নন্দন পার্ক যাওয়া যায়। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকে হানিফ, সুপার আজমেরী বাস নন্দন পার্ক রুটে যাতায়াত করে। আর চাইলে নিজস্ব পরিবহনেও নন্দন পার্ক যেতে পারবেন।

যোগাযোগ
মোবাইল: 01755-64680601755-64680901755-64682801755-64629
ওয়েবসাইট: www.nandanpark.com

4 Fantasy Kingdom

ঢাকার মতিঝিল থেকে মঞ্জিল পরিবহনে চড়ে মগবাজার, মহাখালি, উত্তরা, আব্দুল্লাহপুর ও আশুলিয়া হয়ে ফ্যান্টাসি কিংডম যাওয়া যায়। এছাড়া মতিঝিল থেকে হানিফ মেট্রো সার্ভিস নামের অন্য আরেকটি বাস শাহবাগ, শুক্রাবাদ, আসাদগেট, শ্যামলি, গাবতলি, সাভার, নবীনগর হয়ে যাতায়াত করে। বাস ভাড়া ৫০ থেকে ৭০ টাকা লাগতে পারে যা স্থান ভেদে পরিবর্তনশীল।

যোগাযোগ:

মোবাইল: 01913-53147401913-53152201913-531387
ওয়েবসাইট: fantasy-kingdom.net.bd
ফেইসবুক: fb.com/fantasykingdomcomplex

5 মিলিটারি ফার্ম অরণ্যালয় মিনি চিড়িয়াখানা

সাভার 

ঢাকা থেকে স্মৃতিসৌধে সরাসরি যাওয়ার জন্যে রয়েছে বিআরটিসি বাস সার্ভিস। যা মতিঝিল-গুলিস্তান থেকে শাহবাগ, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী, গাবতলী, সাভার হয়ে স্মৃতিসৌধে যায়। এছাড়া মতিঝিল ও গুলিস্তান থেকে হানিফ, নন্দন সুপার বাস ও গ্রীনওয়ে বাস সার্ভিস সরাসরি নবীনগর পর্যন্ত যাতায়াত করে। এছাড়া মিরপুর ১২ নম্বর থেকে ছেড়ে আসা তিতাস পরিবহন মিরপুর ১০, মিরপুর ১, ট্যাকনিক্যাল, গাবতলী, সাভার হয়ে স্মৃতিসৌধে যায়।। বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে নেমে সেখান থেকে হেঁটে আসা যাবে অরণ্যালয়ে।

6 সাভার স্মৃতিসৌধ

নবীনগর

ঢাকা থেকে স্মৃতিসৌধে সরাসরি যাওয়ার জন্যে রয়েছে বিআরটিসি বাস সার্ভিস। যা মতিঝিল-গুলিস্তান থেকে শাহবাগ, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী, গাবতলী, সাভার হয়ে স্মৃতিসৌধে যায়। এছাড়া মতিঝিল ও গুলিস্তান থেকে হানিফ, নন্দন সুপার বাস ও গ্রীনওয়ে বাস সার্ভিস সরাসরি নবীনগর পর্যন্ত যাতায়াত করে। এছাড়া মিরপুর ১২ নম্বর থেকে ছেড়ে আসা তিতাস পরিবহন মিরপুর ১০, মিরপুর ১, ট্যাকনিক্যাল, গাবতলী, সাভার হয়ে স্মৃতিসৌধে যায়।

0