ছড়াটিতে বংশাবতী বলতে আজকের বংশাই ও সেকালের বংশাবতী নদীকেই বুঝাচ্ছে। যার পূর্ববর্তী সর্বেশ্বর নগরী। এই নগরীর রাজা হরিশচন্দ্র। এ সময় তাঁর রাজ্য ছিল সুখ শান্তিতে ভরপুর। এই সুখময় রাজ্য সর্বেশ্বর নগরীর অপভ্রংশই আজকের সাভার। আবার কারো কারো মতে ইতিহাস খ্যাত পাল বংশীয় রাজা হরিশ চন্দ্রের সর্বেশ্বর রাজ্যের রাজধারীর নাম ছিল সম্ভার এবং সম্ভার নামে থেকেই সাভার নামে উৎপত্তি। সাভার অতি প্রাচীন স্থলভুমি। ঢাকার ইতিহাসে দেখা যায় ধলেম্বরী ও বংশী নদীর সঙ্গমস্থলে বংশী নদীর পূর্বতটে ঢাকা থেকে 13 মােইল বায়ু কোন অবস্থিত সাভার। খৃষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত িএ স্থান সম্ভাগ বা ‘সম্ভার’ প্রদেশের রাজধানী ছিল। ধামরাইর উত্তর পশ্চিম কোনে সম্ভাগ নামে যে ক্ষুদ্র পল্লী আছে আজো সম্ভাগ প্রদেশের অতীত স্মৃতি বহন করে। বৌদ্ধ নৃপতিপণের শাসনাধীনে প্রাচীন সম্ভাগ ও তার বিপুল বৈভব ও প্রতাপে পরিপূর্ণ ছিল।