জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
সংক্ষিপ্ত পরিচিতি
মোট আয়তন: ৬৯৭.৫৬ একর
প্রতিষ্ঠা: ২০ আগষ্ট ১৯৭০
উদ্বোধন: ১২ জানুয়ারী ১৯৭১
উদ্বোধক: রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান তদানীন্তন পর্ব পাকিস্তানের গর্ভনর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।
ক্লাস শুরু: ৪ জানুয়ারি ১৯৭১
উদ্বোধনী বিভাগ: অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান।
উদ্বোধনী শিক্ষাবর্ষ : ১৯৭০-৭১
১ম ব্যাচের মোট ছাত্র: ১৫০ জন
কলা ও মানবিকী অনুষদ:
আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি, ইতিহাস, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব, প্রত্নতত্ত্ব, বাংলা এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ।
গণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ:
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, পদার্থ বিজ্ঞান, পরিসঙখ্যান, পরিবেশ বিজ্ঞান, ভূতা্ত্বিক বিজ্ঞান এবঙ রসায়ন।
সমাজ বিজ্ঞান অনুষদ:
অর্থনীতি, নগর ও অঞ্চল পরিকল্পনা, নৃবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি এবঙ লোক প্রশাসন।
অন্যান্য: ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ভাষা শিক্ষা কেন্দ্র, ইনস্টিটিউট অব লাইফ সায়েন্সেস।
আবাসিক হল: ১২টি। ছাত্র হল: ৭টি, ছাত্রী হল: ৫টি।
সরাসরি যোগাযোগ:
পি.এ.বি.এক্স : ৭৭৯১০৪৫-৫১, ফ্যাক্স: ৮৮-০২-৭৭৯১০৫২
e-mail: registraju@gmail.com
web: www.juniv.edu
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS