Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

সাভার উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে।

বাংলাদেশের রাজধানী জেলায় অবস্থিত এই উপজেলার ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রানধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরনের প্রবনতা রয়েছে। সাভার উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ঢাকা শহরের অনেকটা সাযুজ্য রয়েছে।

মানুষের আচার আচরন, খাদ্যাভাষ, ভাষা, সংস্কৃতিতে রাজধানী ঢাকা শহরের সংস্কৃতির ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে, ঢাকা সভ্যতা বহুপ্রাচীন।

এলাকায় প্রাপ্ত পত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসাবে দেদীপ্যমান। সাংস্কৃতিক পরিমন্ডলে সাভার উপজেলার যাত্রাগান, পালাগান, কীর্তনের অবদান ও অনস্বীকার্য।