Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদনে সাভার

খেলাধুলায় সাভার:

দেশের বিভিন্ন  অঞ্চলের মানুষের মত সাভার উপজেলার মানুষেরাও প্রাচীন কাল থেকে নানান ধরণের খেলাধুলা ও বিনোদনের দৃষ্টান্ত সৃষ্টি করে। খেলাধুলাগুলো অতি প্রাচীন এবং এগুলি স্থলে-জলে এমনকি আকাশেও বিদ্যমান ছিল। যুগের পরিবর্তনে এই খেলাগুলি বিবর্তিত হয়েছে এবং কিছু কিছু বর্তমান সময়ে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। একসময়ের এক্কাদোক্কা বা বাঘবন্দি, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, ডাংগুলি, ষোলগুটি খেলা থেকে শুরু করে আজকের অতি জনপ্রিয় ফুটবল ও ক্রিকেট খেলার আবির্ভাব ঘটেছে। তেমনি নদীতে নৌকাবাইচ, জলকুমির, সাঁতার, আকাশে ঘুড়ি ও পায়রা উড়ানো, বুলবুলির লড়াই।

এছাড়া বাংলাদেশের অন্যতম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ( বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) অত্র সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নে অবস্থিত।

যোগাযোগের জন্য অত্র প্রতিষ্ঠানের ওয়েব সাইটটি নিচে দেওয়া হল।

****বিকেএসপি***** http://www.bksp-bd.org/

 

বিনোদনে সাভার:

বিনোদনের দৃষ্টান্ত হিসেবে পালাগান, যাত্রা, লোকসংগীত, থিয়েটার, সিনেমা এবং অধুনা টেলিভিশন। বিনোদন কেন্দ্রের অংশ হিসাবে সাভারে রয়েছে ৩ টি সিনেমা হল, ২ টি বিনোদন পার্ক, ১ টি মিনি চিড়িয়াখানা, ১ টি গল্ফ ক্লাব।

সিনেমা হলগুলো হলো:

১. বিলাস সিনেমা হল : এটি সাভার বাজার রোডে অবস্থিত। এটি সাভার বাসস্ট্যান্ড হতে কিছুটা পশ্চিমে অবস্থান করছে।

২. সাভার সেনা অডিটরিয়াম : এই সিনেমা হলটি নবীনগরে অবস্থান করছে।

৩. চন্দ্রিমা সিনেমা হল: এই সিনেমা হলটি ই.পি.জেড এ অবস্থান করছে।

 

বিনোদন পার্ক:

১. ফ্যান্টাসী কিংডম (এটি ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে জামগড়াতে অবস্থিত)

২.নন্দন পার্ক (এটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে বাড়ইপাড়াতে অবস্থিত।

 

মিনি চিড়িয়াখানা: এটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিনবি তে অবস্থিত।

 

গল্ফক্লাব: এটি ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীবনগরে অবস্থিত।