Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, সাভার, ঢাকা।
বিস্তারিত

 এটি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।

label.column.field_office_cism

 

উপজেলা কৃষিঅফিসের দায়িত্ব:

  • কৃষকের  তথ্য চাহিদা নিরুপণ নিশ্চিত করা।
  • মান সম্মত সম্প্রসারণ কর্মসূচি তৈরী করা।
  • কৃষক এবং কারিগরী ষ্টাফদের জন্য প্রশিক্ষণ সামগ্রী তৈরী করা।
  • ব্লক পর্যায়ে যে সব সমস্যা ডিএই সমাধান করতে পারছে না তা টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সহযোগী সংস্থাকে অথবা জেলার বিশেষজ্ঞদের জানানো।
  • কৃষি উপকরণ সরবরাহকারী, কৃষি পণ্যের বাজারজাতকারীসহ উপজেলা পর্যায়ে কৃষক সমিতি ও অন্যান্য সংস্থার সাথে যোগসূত্র রক্ষা করা।
  • শস্য বহুমুখীকরণ, সম্প্রসারণ পদ্ধতি, উপকরণ ও ঋণ সরবরাহ এবং কৃষকদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর ইত্যাদি বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উন্নতমানের পরামর্শ দেয়া।
  • মাঠ পর্যায়ে বিবিধ অনুষ্ঠানে ( যেমন-চাষী র‌্যালি, মাঠ দিবস, উদ্ধুদ্ধকরণ ভ্রমণ) উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তা দান করা।
  • উপজেলা পর্যায়ের সম্প্রসারণ কর্মকান্ড (যেমন- কৃষি মেলা, কৃষক প্রশিক্ষণ) পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
  • টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সম্প্রসারণ সেবা দানকারীদের সংগে সম্পর্ক ও কাজের সমন্বয় করা।
  • উপজেলা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠান ও পরিচালনা করা।
  • ষ্টাফদের প্রশিক্ষণ চাহিদা নিরুপণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
  • পাক্ষিক উপজেলা প্রশিক্ষণ দিবস পরিকল্পনা ও আয়োজন করা।
  • পাক্ষিক কর্মসূচি ব্যবস্থাপনা পর্যালোচনা সভা ও মাঠ পরিদর্শনের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজকর্ম পরিবীক্ষণ নিশ্চিত করা।
  • উপজেলা পর্যায়ে সেমস ও ক্যাপ ব্যবস্থাপনা ও সমন্বয় করা।
  • ডিইপিসি এবং অন্যান্য সভায় অন্তত একজন উর্দ্ধতন কর্মকর্তার যোগদান নিশ্চিত করা।
  • উপজেলার বাজেট ব্যবস্থাপনা এবং সময়মতো হিসাব নিকাশ নিশ্চিত করা।
  • উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জরুরী আপৎকালীন তথ্যসহ অন্যান্য তথ্য সংগ্রহ এবং তা যথাযথ ফরমে জেলা, অঞ্চল বা সদর দপ্তরে প্রেরণ করা।
সিটিজেন চার্টার

    উপজেলার কৃষি বিষয়ক পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা এবং উপজেলার পরিকল্পনা যাচাই-বাছাই ক্রমে একত্রীভূত করে জেলার মৌসুম ভিত্তিক কৃষি বিষয়ক পরিকল্পনা তৈরী করা;

?        গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক রিভিউ ওয়ার্কসপে মাঠের ফিডব্যাক, এ্যাডাপটিভ রিসার্স ও অন্যান্য মাঠ গবেষণা কার্যক্রমে গবেষণা প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান; নতুন প্রযুক্তি বিষয়ে তথ্যের আদান প্রদানে গবেষণা প্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন;

?        মাঠ পর্যায়ে কর্মকর্তা ও কেন্দ্রিয় দপ্তরের কারিগরী উইং এর পরিচালকদের মধ্যে সংযোগ রক্ষা করা; তাদেরকে তথ্য প্রদান করা; মাঠে ব্যবহারের জন্য সম্প্রসারন পদ্ধতি ও বার্তা সংগ্রহ করা;

?        জেলা ও উপজেলা পর্যায়ে ফসল উৎপাদন উপকরন তথা, বীজ, সার এর চাহিদা নিরূপন করে এবং বাজারজাত ব্যবস্থাপনা কাজ তদারক করা ও প্রাপ্যতা নিশ্চিত করা ;

?        উৎপাদন, সংগ্রহ ও বিতরণে অন্যান্য সংস্থাকে সহায়তা করা ;

?        কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণে প্রযুক্তি সহায়তা, প্রদর্শনী স্থাপন ইত্যাদি

?        উচ্চমূল্য ফসলের আবাদ বৃদ্ধিতে কৃষককে প্রযুক্তি সহায়তা করা ;

?        দূর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি পুনর্বাসন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়ন;

?        কীটনাশক, সার ইত্যাদির মান নিয়ন্ত্রন ও সুষম ব্যবহার নিশ্চিতকরণ ;

?        উৎপাদন খরচ নির্নয়ের মাধ্যমে কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষককে সহায়তা দান;

?        পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচের পানির দক্ষ ব্যবহার নিশ্চিত করা;

?        ফল ও সবজি চাষ তথা উদ্যান ফসলের আবাদ সম্প্রসারণে বিভিন্ন ধরণের কার্যক্রম গ্রহণ;

?        খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার উন্নয়ন ;

?        কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রমে নারীর সম্পৃক্ততা বৃদ্ধি করা ;

?        রাজস্ব ও উন্নয়ন খাতের বাজেট প্রসত্মাবনা তৈরী এবং কেন্দ্রিয় দপ্তরে প্রেরন;

?        জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, কৃষি বিষয়ক বিভিন্ন সভায় অংশগ্রহণ করে কর্মসূচী গ্রহণ করা;

?        উদ্ভিদ সংরক্ষণ বিষয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, উদ্বুদ্ধকরণ কর্মসূচী গ্রহণ করা’

?        সকল স্টাফদের প্রশিক্ষণ চাহিদা নিরূপন কাজ তদারক করা; এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রসত্মাবনা তৈরী করা;

?        উপজেলা পর্যায়ে এসএএওদের নিয়মিত পাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচী বাসত্মবায়ন কাজ তদারক এবং জেলায় বিভাগীয় কর্মকর্তাদের মাসিক সভা আয়োজন ও প্রশিক্ষণ প্রদান;

?        কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি।

label.column.field_projects

প্রকল্পের নাম

                                   সার সংক্ষেপ

১।  চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প।

চাষী পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে আধুনিক জাতের ধান,গম ও পাট বীজ উৎপাদন করে  প্রতিবেশী চাষীদের মাঝে বীজ বিনিময় করে ক্ষেত্র বিশেষে বাজার দর অনুযায়ী বীজ বিক্রয়ের মাধ্যমে আধূনিক  বীজের চাহিদা পূরন করা এই প্রকল্পের উদ্দেশ্য।

২। চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প।

চাষী পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে আধুনিক জাতের ডাল,তেল ও  পেয়াজ বীজ উৎপাদন করে  প্রতিবেশী চাষীদের মাঝে বীজ বিনিময় করা, ক্ষেত্র বিশেষে বাজার দর অনুযায়ী বীজ বিক্রয়ের মাধ্যমে আধূনিক  বীজের চাহিদা পূরন করা এই প্রকল্পের উদ্দেশ্য।

৩। ন্যাশনাল  কৃষি প্রযুক্তি প্রকল্প(এনএটিপি)।

গ্রাম পর্যায়ে কৃষক সংগঠন (CIG) গঠন  করে তাদের অংশ গ্রহনের মাধ্যমে এলাকাভিত্তিক ফসল  উৎপাদন সমস্যা নিরুপন করে তার আলোকে স্থানীয় কৃষি সম্প্রসারণ পরিকল্পনা প্রনয়ন করা অর্থাৎ সার্বিক উৎপাদন বৃদ্ধি করে কৃষকের আর্থ সামাজিক উন্নয়ন এই প্রকল্পের মুল উদ্দেশ্য

৪। খামার যান্ত্রিকীকরণের  মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি।

আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ফসল উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে ২৫% ভর্তুকির মাধ্যমে কৃষক পর্যায়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

৫। ধান ফসলের ফলন পার্থক্য  কমানো প্রকল্প

ধান গবেষণা মাঠে ধান ফসলের গড় ফলনের তুলনায় চাষী পর্যায়ে ফলন অনেক কম হয়। এই ফলন পার্থক্য কমিয়ে আনার লক্ষ্যে এই প্রকল্প কাজ করে যাচ্ছে।

যোগাযোগ

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, সাভার, ঢাকা।